পড়াশুনার অর্থ কি নিজের ইচ্ছাকে বিসর্জন দেওয়া ?

স্কুল-কলেজের শিক্ষা অনেকাংশে ব্যর্থ নয় , অনেক স্থলে মারাত্মক । ফেইসবুক পেইজ

একটু সুন্দর করুন না এই শিক্ষা ব্যবস্থাটা! কেন এই নাম্বারের চোখ রাঙ্গানীর জন্য একজন আকাশ “আকাশ” হতে পারবে না, একজন অক্ষর “অক্ষর” হতে পারবে না, একজন আপনি আপনি হতে পারবেন না? আচ্ছা আপনার কি এখন কোন আক্ষেপ হয় না যে আপনার এটা হওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু আপনি পারেন নি শুধু আমাদের এই সিস্টেমের ভেতরে পড়ে থাকার কারণে? যদি হয়ই তাহলে আপনার ছেলে-মেয়ের জন্য কি একটু ভালো কিছু রেখে যাওয়া দরকার না? প্রশ্ন রইল


0 মন্তব্য(গুলি) :

একটি মন্তব্য পোস্ট করুন