পৃথিবীতে কোন জ্ঞানী ব্যক্তই সার্টিফিকেটে উজ্জ্বল নয় ।
আপনি হয়ত প্রশ্ন করবেন বা মনে মনে ভাবছেন যারা সার্টিফিকেটে উজ্জ্বল তারা কেউ জ্ঞানী হয়না কিভাবে !
হ্যাঁ , আপনাদের সে প্রশ্নের উত্তরটিই দিচ্ছি ।
আচ্ছা ভাবুন তো কোন একজন শিক্ষার্থী কোন এক বিষয়ে এ+ পায়নি বা ফেইল করেছে তাহলে কি সে সার্টিফিকেটে উজ্জ্বল ? অবশ্যই না ।
কিন্তু আপনি দেখেন যাদের সার্টিফিকেটে এ+ আছে আপনি তাদেরকেই জ্ঞানী বা ভালো ছাত্র হিসেবে ধরবেন ।
একজন শিক্ষার্থীকে সকল বিষয়ে এ+ পেতে গেলে কি করতে হয় ,
অবশ্যই সব বিষয়ে অনেক পারদর্শী হতে হয় আর একজন মানুষ বা শিক্ষার্থীর পক্ষে সব বিষয় ভালো লাগা অসম্ভব কারন সে মানুষ । এতগুলো বিষয় যে আপনিও অবাক হবেন আর যারা এই জাঁতাকলের মধ্যে পৃষ্ট হয়ে আসছেন বা এসেছেন তারা ভালো করেই জানেন কতগুলো বিষয় পড়তে হয় । তাহলে এই সার্টিফিকেটে উজ্জ্বল ব্যক্তিরা এ+ পায় কিভাবে জানেন ?
যেহেতু তাকে সব বিষয়ে অতি উত্তম হতে হবে তাই সে গলাধঃ করনের মাধ্যমে অপছন্দের বিষয়গুলোও তোঁতা পাখির মত পড়ে যায় আর সেগুলো উগলে দেয় পরীক্ষার খাতায় ।
এখন আপনাদের কাছে আমার প্রশ্ন কোন জ্ঞানী ব্যক্তি কি গলাধঃকরন করে ?
আপনি হয়ত প্রশ্ন করবেন বা মনে মনে ভাবছেন যারা সার্টিফিকেটে উজ্জ্বল তারা কেউ জ্ঞানী হয়না কিভাবে !
হ্যাঁ , আপনাদের সে প্রশ্নের উত্তরটিই দিচ্ছি ।
আচ্ছা ভাবুন তো কোন একজন শিক্ষার্থী কোন এক বিষয়ে এ+ পায়নি বা ফেইল করেছে তাহলে কি সে সার্টিফিকেটে উজ্জ্বল ? অবশ্যই না ।
কিন্তু আপনি দেখেন যাদের সার্টিফিকেটে এ+ আছে আপনি তাদেরকেই জ্ঞানী বা ভালো ছাত্র হিসেবে ধরবেন ।
একজন শিক্ষার্থীকে সকল বিষয়ে এ+ পেতে গেলে কি করতে হয় ,
অবশ্যই সব বিষয়ে অনেক পারদর্শী হতে হয় আর একজন মানুষ বা শিক্ষার্থীর পক্ষে সব বিষয় ভালো লাগা অসম্ভব কারন সে মানুষ । এতগুলো বিষয় যে আপনিও অবাক হবেন আর যারা এই জাঁতাকলের মধ্যে পৃষ্ট হয়ে আসছেন বা এসেছেন তারা ভালো করেই জানেন কতগুলো বিষয় পড়তে হয় । তাহলে এই সার্টিফিকেটে উজ্জ্বল ব্যক্তিরা এ+ পায় কিভাবে জানেন ?
যেহেতু তাকে সব বিষয়ে অতি উত্তম হতে হবে তাই সে গলাধঃ করনের মাধ্যমে অপছন্দের বিষয়গুলোও তোঁতা পাখির মত পড়ে যায় আর সেগুলো উগলে দেয় পরীক্ষার খাতায় ।
এখন আপনাদের কাছে আমার প্রশ্ন কোন জ্ঞানী ব্যক্তি কি গলাধঃকরন করে ?
0 মন্তব্য(গুলি) :
একটি মন্তব্য পোস্ট করুন