পড়াশুনার অর্থ কি নিজের ইচ্ছাকে বিসর্জন দেওয়া ?

স্কুল-কলেজের শিক্ষা অনেকাংশে ব্যর্থ নয় , অনেক স্থলে মারাত্মক । ফেইসবুক পেইজ

আমি স্বপ্ন দেখি এমন একটা কলেজ তৈরি হবে যেখানে শুধু ফেইল করা শিক্ষার্থীরা থাকবে , আপনারা যাদের বলেন গাধা ছাত্র , নষ্ট হয়ে যাওয়া ছেলে,ফেইলটুস ইত্যাদি । কারন তারপর আপনারা তাদের শেখার জন্য , জানার জন্য কিছুই রাখেননি । তাদের জ্ঞান আপনাদের চিন্তাশক্তির বাহিরে , আপনাদের চাপিয়ে দেওয়া বইয়ের বাহিরে ।
 অবাক হবেন না আমি কিন্তু স্রোতের বিপরীতে চলা মানুষ তাই আমি তাদেরকে নিয়েই স্বপ্ন দেখি , এতে আপনারা আমাকে পাগল বলতে পারেন তাতে আমার কিছু যায় আসেনা ।

education-system-problems


                       সেই কলেজে অনেকগুলো বিষয় থাকবে কিন্তু একজন ছাত্রকে এতগুলো বিষয়ের বোঝা বইতে হবেনা কারন আপনাদের মতে তারা গাধা ছাত্র ।  কার কি করতে ভালো লাগে তাদের কাছেই তা জানতে চাইবে , তাদের ইচ্ছার কথা জানতে চাইবে । তাদের কাছে  প্রধান শিক্ষক প্রশ্ন করবে আপনি কি জন্য পরিক্ষায় পাস করেননি বা করতে চাননি আপনার কি এই বিষয়গুলো ভালো লাগেনা নাকি আপনার অন্য কোন বিষয়ে জানার আগ্রহ বেশি ।
         তিনি তাদের আরও বলবেন আপনাদের চিন্তা করার কিছুই নেই আপনাদের মনে শিক্ষকেরা জানার আগ্রহ সৃষ্টি করতে পারেননি বা এমন কতগুলো বিষয় চাপিয়ে দিয়েছেন যা আপনার জানতে ইচ্ছে হয়না সেই জন্যই হয়তো আপনারা ফেইল করেছেন ।
তারপর হয়তো প্রধান শিক্ষকের বক্তব্য হবে এইরূপ -
  আপনার যাতে আগ্রহ আছে আপনি সে বিষয় নিয়েই পড়বেন এখানে
কখনোও কোন কিছু জানতে হলে শিক্ষককে প্রশ্ন করবেন হোক না সেটা বই কিংবা আমাদের চিন্তার বাইরে , বন্ধুদের সাথে বেশি বেশি আলোচনা করবেন, যখন যা করতে ইচ্ছা হয় তখন তাই করবেন তাই বলে এমন কিছু করবেনা যাতে কোন মানুষের ক্ষতি হয় ।
 আপনাদেরকে আমি বলেছি আপনার যাতে আগ্রহ আছে তা নিয়েই পড়বেন তাই বলে এটা বলেনি আপনি জানার জন্য অন্য কোন বিষয় পড়তে পারবেন না , আপনার যখন যে বিষয় জানতে মন চায় আপনি যে কোন জায়গা থেকে তা জানার সুযোগ পাবেন তবে আপনাকে সেই বিষয়টি অবশ্যই বেছে নিতে হবে যেই বিষয়টি আপনার সবচেয়ে বেশি ভালো লাগে । হতে পারে তা ছবি তোলা,রান্না,গান গাওয়া,লেখা-লেখি করা,ওয়েব ডিজাইন, ব্লগিং কিংবা খেলা ।
 এগুলো আপনারা শিখবেন সব বাস্তবে , অযথা আপনাদের ব্যাগ ভারি করে গালি শোনার কোন ইচ্ছা আমার নেই আর ব্যাগ ভারি করাও আমার কাজ নয় । আমার কাজ আপনাদের জানতে সহযোগিতা করা , জানার আগ্রহ সৃষ্টি করা এবং উদ্যমী করা । এখন আপনি হয়তো মনে মনে চিন্তা করছেন আহ আমি তো তাহলে এখন স্বাধীন । হ্যাঁ আপনি স্বাধীন, এখন থেকে আপনি আপনার ইচ্ছমত চিন্তা করার সময় পাবেন  । আমরা এমন কিছু চাপিয়ে দিবনা যাতে আপনি চিন্তা করার সময় না পান । আপনারা অনেকে হয়তো একটু পর বাসায় গিয়ে চিন্তিত হয়ে পড়বেন আমি কোনটা নিয়ে পড়বো ? আবার অনেকে হয়তো মনে মনে বলবেন আমার তো কিছুতেই জানার আগ্রহ নেই । তাদের জন্য আমি বলছি চিন্তা করুন , খুঁজুন আপনি কি করতে ভালবাসেন কিসে আপনার জানার আগ্রহ বেশি দয়া করে বসে থাকবেন না কারন অসাড় মস্তিষ্ক আপনার দেহ এবং মনকে অসাড় করে দিবে । আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না আপনার একটি নতুন চিন্তা পৃথিবীকে বদলে দিতে পারে ।
এখানে আপনাদের প্রতিদিন বাধ্যতামূলক ক্লাস করতে হবেনা । মাঝে মাঝে আপনি আপনার বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার সময় পাবেন মাঝে মাঝে ক্লাসের ফাঁকে আড্ডাও । আমার মনে হয় আপনাদের বিনোদনের জন্য সময় দেওয়া উচিৎ কারণ আপনারা যন্ত্র নয় মানুষ ।
এখানে অনেকের হয়তো এখনও মন খারাপ তাদের ফলাফল নিয়ে তাদের জন্য বলছি বিখ্যাত বিজ্ঞানি টমাস আলভা এডিসন সাহেব বলেছেন - " পরীক্ষার কয়েকটি পাতা আমার ভবিষ্যৎ নির্ধারণের জন্য যথেষ্ট নয় " ।
আপনারা যে যেই স্কুল থেকেই আসুন না কেন বা যেইরকমই ফলাফল করুন না কেন আপনার যদি জানার ইচ্ছা থাকে আপনি আমাদের কলেজে স্বাগতম ।
এবার আমি অভিভাবকদের কয়েকটি দুঃসংবাদ দিতে চাই তা হল আমি অত্যন্ত দুঃখিত কারণ আমি আপনাদের সন্তানগুলোকে এ+ নামক সোনার হরিণ উপহার দিতে পারবনা সেই সাথে এত এত পরিক্ষা নিয়ে তাদের জানার আগ্রহ ধ্বংস করে দিতে চাইনা যদিও অনেকে চাপে পড়ে তার জানার আগ্রহ নষ্ট করে ফেলেছে । আপনারা যদি খুব বেশি প্রয়োজন মনে করেন তাহলে সর্বোচ্চ একটি পরিক্ষা নিতে পারি ।  আমি আপনাদের সন্তানদের সকল বিষয়ে পারদর্শী করতে পারবনা তারা যে বিষয় পছন্দ করে সেই বিষয়ের প্রতি আগ্রহ সৃষ্টি এবং শিখতে সহায়তা করাই আমাদের কাজ , আপনারা জেতে জেতে হয়তো ওদের মাথায় বই ঢুকানোর চেষ্টা করেছেন কিন্তু পারেননি । এখন আপনাদের আর এত কষ্ট করার দরকার নেই কারণ আমরা চাপিয়ে দেওয়া শিক্ষাব্যবস্থায় আপনাদের সন্তানকে শিক্ষিত করব না বরং তারা নিজেদের ইচ্ছামত পড়ালেখা করে স্ব-শিক্ষায় শিক্ষিত হবে বলে আমার বিশ্বাস ।
আমি চাইনা আমার এ কলেজে যারা পড়াশুনা করবে তারা কেউ এ+ পাওয়া শিক্ষার্থীদের মত এভারেজ হয় , আমার এ শিক্ষাপ্রতিষ্ঠানের কাজ একেকজন এক্সপার্ট তৈরি করা এভারেজ নয় । কারণ স্বয়ং বিধাতা একেকজন মানুষকে একেক ধরনের চিন্তাশক্তি দিয়ে সৃষ্টি করেছেন তাই সকল শিক্ষার্থীকে একই বিষয় চাপিয়ে দিয়ে তাদের চিন্তাশক্তি নষ্ট করা যাবেনা । তাদেরকে নিজের ইচ্ছামত জানতে দিন ,তাদেরকে জানার সুযোগ দিন হোক সেটা যে কোন ক্ষেত্র থেকে । তাদেরকে ঘরে বন্দি করে রাখবেন না , তাদেরকে বাহিরে যাওয়া ও খেলাধুলার সুযোগ দিন তাদেরকে বোঝার চেষ্টা করুন এবং মানুষের সাথে মিশতে দিন ।
পৃথিবীর বিখ্যাত ব্যক্তিদের কেউই শুধু স্কুল কলেজে গিয়ে কিছু করতে পারেননি বরং তারা যে কাজের জন্য বিখ্যাত হয়েছে সে কাজ করতে গিয়ে তাদের স্কুল-কলেজ ছেড়ে দিতে হয়েছে ।  Albert Einstein সাহেব বলেছেন- " একমাত্র যে জিনিশটি আমার শেখায় বাঁধা দেয় তা হল আমার শিক্ষা " ।
আমি চাইনা আমার কোন শিক্ষার্থী কাউকে বলুক আমার এটা হওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু আমি হতে পারিনি শুধুমাত্র একটি সিস্টেমের মাঝে পড়ে থাকার কারনে । সে যেন বলতে পারে আমাকে অন্যদের মত হাজারটা বিষয় গলাধঃকরন করতে হয়নি বরং আমি নিজের ইচ্ছায় শিখেছি  , তার ব্যবস্থাই আমি করবো । 

0 মন্তব্য(গুলি) :

একটি মন্তব্য পোস্ট করুন