পড়াশুনার অর্থ কি নিজের ইচ্ছাকে বিসর্জন দেওয়া ?

স্কুল-কলেজের শিক্ষা অনেকাংশে ব্যর্থ নয় , অনেক স্থলে মারাত্মক । ফেইসবুক পেইজ


আমরা সবাই জানি যাদের এই শিক্ষাব্যবস্থার উন্নয়নের জন্য মাসের পর মাস 
বছরের পর বছর বসিয়ে যাদের বেতন দেওয়া হচ্ছে তারা কখনই শিক্ষার্থীদের কথা ভাবেনা , 
তারা ভাবে কত পরীক্ষা নেওয়া যায় আর কত বইয়ের বোঝা চাপিয়ে দিলে সকল শিক্ষার্থী সবকিছু পারবে মানে সোনার এ+ এর বন্যা বইয়ে দিতে পারবে। 
তারা চায় ছোটবেলা থেকেই যেন একজন শিক্ষার্থীর চিন্তা-শক্তি নষ্ট হয়ে যাক 
কারণ বড় হয়ে গেলে তারা নানা চিন্তায় জর্জরিত হয়ে যাবে তখন তারা নিজ কাজে 
ব্যস্ত থাকবে আর আমাদের কাজে নাক গলাবে না । 
এর সাথে অনেক স্বার্থ জড়িত থাকলেও সবচেয়ে বড় স্বার্থ হল 
এটা আর আপনাদের বলতে হবেনা আপনারাই আমার থেকে ভালো জানেন । 
এ শিক্ষাব্যবস্থা নিয়ে আমরা যদি চিন্তা না করি তাহলে কোনোদিনও একজন শিক্ষার্থী তার ইচ্ছামত শিখতে পারবেনা ,
শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে আমাদের জাতি রক্ষা করার জন্য এ শিক্ষাব্যবস্থা পাল্টানো দরকার 
কারণ এ শিক্ষাব্যবস্থা থাকলে " একজন আকাশ কোনোদিনও আকাশ হতে পারবেনা,  
একজন  পলাশ কোনোদিনও পলাশ হতে পারবেনা আর একজন আপনি কোনোদিনও আপনি হতে পারবেন না " । 
দেশটা তো আমাদেরই তাইনা
আমরা না করলে করবে কে ? 

0 মন্তব্য(গুলি) :

একটি মন্তব্য পোস্ট করুন