পড়াশুনার অর্থ কি নিজের ইচ্ছাকে বিসর্জন দেওয়া ?

স্কুল-কলেজের শিক্ষা অনেকাংশে ব্যর্থ নয় , অনেক স্থলে মারাত্মক । ফেইসবুক পেইজ

আমাদের প্রচলিত শিক্ষাব্যবস্থার কিছুটা উন্নয়ন হলেও 
শিক্ষার যে মূল উদ্দেশ্য সেদিকে তা ধাবিত হচ্ছে না । 
এটা আমরা যেমন বুঝি তেমনি জানেন সমাজের গণ্য-মান্য ব্যক্তিরাও 
আমরা এটা নিয়ে অনেক কিছু চিন্তা-ভাবনা করলেও তারা এটা নিয়ে কিছুই বলেনা , 
তারা যদি বলে শিক্ষার কাজ চাকুরী জোগাড় / অর্থ উপার্জনে সহায়তা করা নয় 
তাহলে আমাদের সমাজের মানুষ তাদের বাহবা দিয়ে মঞ্চে দাঁড়া করাবে না 
কারন - [ " আর্থিক কারনে অর্থকরী নয় এমন সবকিছুই এদেশে অনর্থক বলে বিবেচিত হয় " 
                ------------------------------------------------------- প্রমথ চৌধুরী ] 
তারপরও আমার বিশ্বাস এমন কিছু মানুষ আছে যারা জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য জন্মায়নি বরং সোনার বাংলা গড়ার জন্য জন্মেছে । 
সে বিশ্বাসেই আমি বলি - " একদিন এদেশের বাচ্চারা চোখের জলে নয় , মুখের হাসিতে বই তুলে নিবে "
আর কেউ বলতে পারবেনা - "তুমি একটা গাধা ছাত্র ,এ পৃথিবীতে তোমার কোন প্রয়োজন নেই "
            । নিজের ইচ্ছাকে বিসর্জন দেওয়ার শিক্ষাব্যবস্থা বদলাতে আওয়াজ তুলুন আপনিও । 

0 মন্তব্য(গুলি) :

একটি মন্তব্য পোস্ট করুন