বাংলাদেশের শিক্ষাব্যবস্থার সমস্যা |
ছোটবেলা থেকেই একজন শিক্ষার্থীকে শেখানো হয় কিভাবে ক্লাসে প্রথম হতে হয় ,
তাকে শেখানো হয়না কিভাবে সবাই মিলে একটি কাজ করতে হয় ।
ছোটবেলা থেকেই তাকে পড়ানো হয় - "পড়াশুনা করে যে গাড়ি-ঘোরায় চড়ে সে " ,
এটা তাকে শেখানে হয়না পড়াশুনা করে যে ভালো মানুষ হয় সে । শেখানো হলেও তা ভুল হতো কারণ আমাদের শিক্ষাব্যবস্থাটাই তৈরিই হয়েছে কিভাবে অর্থ উপার্জন করা যায় তার সমাধানস্বরূপ , প্রকৃত মানুষ হওয়ার জন্য নয় ।
অথচ শিক্ষা আবিষ্কারের উদ্দেশ্য ছিল মানুষের মনের উন্নতি, মানুষের আত্মাকে আলোকিত করার জন্য ।
যারা এটাকে উল্টো করে বানিয়েছে অর্থের উন্নতি তাদেরকে এদেশের জনগন বাহবা দিবে এটাই স্বাভাবিক ।
কারণ - "আর্থিক কারণে অর্থকরী নয় এমন সবকিছুই এদেশে অনর্থক বলে বিবেচিত হয় ।"
0 মন্তব্য(গুলি) :
একটি মন্তব্য পোস্ট করুন