পড়াশুনার অর্থ কি নিজের ইচ্ছাকে বিসর্জন দেওয়া ?

স্কুল-কলেজের শিক্ষা অনেকাংশে ব্যর্থ নয় , অনেক স্থলে মারাত্মক । ফেইসবুক পেইজ

শিক্ষাদানের ক্ষেত্রে শিক্ষক ও শিক্ষার্থীর উভয় পক্ষের যৌক্তিক ভূমিকা রয়েছে।
প্রচলিত নিয়মে শুধু শিক্ষকের যোগ্যতা দেখা হয় প্রকটভাবে।
উপেক্ষা করা হয় শিক্ষার্থীর যোগ্যতাকে।
শিক্ষার্থীর পছন্দ-অপছন্দ, আশা, রুব্ধ, উপলব্দি, মতামত প্রাধান্য পায় না।
শুধু থাকে একটা নির্দিষ্ট পাঠ্যসূচির সম্পন্ন করার দ্রুত প্রস্তুতি। এতে পাস করলে বা এ+ পেলে গর্ববোধ করে শিক্ষক, শিক্ষার্থীসহ সকল মহল।
পাস করাকে শিক্ষিত হওয়ার আর এ+ কে সেইরকম ভালো ছাত্র হওয়ার একমাত্র মাধ্যম মনে করা হয় , সাথে অর্থ উপার্জনের উপায়।
আজকাল অনেকে আবার এ+ এর সাথে সোনার এ+ পাওয়ার জন্য উঠে-পড়ে লেগেছে ।
আমি মোটেও সে দলের মানুষ নই বরং আমি সবসময় চেষ্টা করি জানার জন্য কলেজে যেতে
অথচ এই শিক্ষাব্যবস্থাটা এতটাই জঘন্য যে দু-একজন শিক্ষক ছাড়া কেউ জানাতে আসে না
শুধু বলতে আসে কিভাবে বেশি বেশি মার্কস পাওয়া যায় আর গলাধকরনের জন্য উপযুক্ত ছাত্র হওয়া যায় ।
আমার পোস্টটি আপনার ভালো লাগলে নিজ নামে চালিয়ে দিতে পারেন তাতে আমার বিন্দুমাত্র
আক্ষেপ নেই তবে আমি মনে করি আপনারা তরুন প্রজন্মের লোক যারা পরের প্রজন্মকে শেখার সুযোগ করে দিতে চান । আমি চাই আপনারা অবশ্যই এই পেজটি ( নিজের ইচ্ছা কে বিসর্জন দেওয়ার শিক্ষা আর না ) শেয়ার করে জনসচেতনতা সৃষ্টি করবেন ,
আমার একার পক্ষে মনে হয়না এ বস্তাপচা নিয়ম বদলাতে পারবো তাই আপনাদের সবাইকে লাগবে আমার । 

0 মন্তব্য(গুলি) :

একটি মন্তব্য পোস্ট করুন