পড়াশুনার অর্থ কি নিজের ইচ্ছাকে বিসর্জন দেওয়া ?

স্কুল-কলেজের শিক্ষা অনেকাংশে ব্যর্থ নয় , অনেক স্থলে মারাত্মক । ফেইসবুক পেইজ

কলেজে পড়ুয়া ( পিছনের বেঞ্ছের মূর্খ ) এক ছেলে
নাম তার পলাশ
তার কম্পিউটার সম্পর্কে গভীরভাবে জানার অনেক আগ্রহ ।
সে যে কলেজে পড়ে সবাই বলে সেটি নাকি অনেক ভালো,অনেক নামকরা ! নাম তার ...
আইসিটি নামক বিষয়ে হাতে-কলমে জানার জন্য
সেখানে নামে মাত্র কম্পিউটার ল্যাব আছে
মানে প্রতি সেমিস্টারে দুই-তিন টার বেশি ল্যাব ক্লাস হয়না ,
ল্যাব ক্লাসে গিয়ে ছেলেটি দেখে সব কম্পিউটারে অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ এক্সপি দেওয়া আর সিপিউ নামক যন্ত্রের সাথে অনেক আগে ডাটা আদান-প্রদানের জন্য ব্যবহার করা হতো যে ফ্লপি ড্রাইভের মাধ্যমে সেটিও আছে ।
এ দেখে তো পলাশের জানতে ইচ্ছে হল এটি কত আগের কম্পিউটার আর এতে কি কি আছে ,
তো সে RUN এ গিয়ে রীতিমত dxdiag কমান্ড লিখল এবং দেখতে পেলো
প্রসেসর ইন্টেলের পেন্টিয়াম ৩ আর র‍্যাম/জার্ম  ২৫৬ কিলোবাইট ।
দেখা শেষ করার আগেই স্যার তার লেকচার শুরু করলেন
স্যারের দিকে তাকিয়ে  সে টাস্কটি বন্ধ করতে ভুলে গেল ।
শুরুতেই স্যার জিজ্ঞেশ করলেন কেউ কি জানো ডাটাবেজ কি ?
কেউ হাত তুলল না
 তারপর শিক্ষক সবার কম্পিউটারে একবার চোখ বুলিয়ে নিলেন
আর পলাশ যেখানে বসেছিল সেখানে গিয়ে ধমক দিয়ে বললেন তোমাকে কি আমি কম্পিউটারের কনফিগারেশন দেখতে বলছি ?
ছেলেটি দাড়িয়ে বলল দুঃখিত স্যার ,
স্যার জিজ্ঞেশ করলেন এখন বল ডাটাবেজ কি ?
পলাশ সঠিক উত্তর দিতে পারেনি এবং সেজন্য সে আরেকবার দুঃখিত বলেছে ।
সেদিন পলাশের মন খুব খারাপ হয়ে গেল কারণ সে আগে মনে করত শিক্ষকেরা অন্তত ছাত্রদের
জানার আগ্রহের মূল্য দেয় ।
সেদিন থেকে সে এও বুঝতে পারে এদেশের শিক্ষাব্যবস্থা একটা সর্বগ্রাসী শিক্ষাব্যবস্থা ।
তারপর থেকে পলাশ আর ল্যাব ক্লাসে  কম্পিউটার ধরেনা, পাশের ছেলেটা যা করে তা দেখে আর শিক্ষকের লেকচার শুনে ।
শিক্ষকও আর তাকে এখন আর প্রশ্ন করেনা কারণ সে তো আর এখন কম্পিউটারের কনফিগারেশন দেখে না বরং
স্যার যা বলে তাই শুনে ।
পলাশ ছেলেটা মনে মনে আক্ষেপ করে কেন আমাদের শিক্ষাব্যবস্থাটা বদলায় না
 যার যা ইচ্ছা সে কেন তা কেন শিখতে পারেনা , কতদিন আর নিজের ইচ্ছা কে বিসর্জন দিয়ে শিখতে হবে ।
আর কত জানার ইচ্ছাকে মেরে ফেলতে হবে শুধুমাত্র কয়েকটি মার্কস এর জন্য ।
এখন সে আরও ভালভাবে জানে এই কলেজকে কেন এত ভালো বলা হয় আর প্রতি বছর শিক্ষার্থীরা কেন ভালো ফলাফল করে ।


0 মন্তব্য(গুলি) :

একটি মন্তব্য পোস্ট করুন